odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

পুলিশ প্রত্যাহার খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ April ২০১৮ ১৯:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ April ২০১৮ ১৯:৫৮

বুধবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে চারজন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে, যারা খালেদা জিয়ার বাসার সামনে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ছিলেন। এই টিমে একজন সাব-ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবল ছিলেন।

খালেদা জিয়া (ফাইল ফটো)
কী কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছে, এ নিয়ে কিছু জানাতে পারেননি দিদার। তিনি বলেন, ‘এখনও নিশ্চিত নই, কী কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।’
জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবু বকর সিদ্দিক  বলেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি জানি না। এটা তো কূটনৈতিক জোনে পড়েছে। ফলে  আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ বলতে পারবে আসলে কী হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: