odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সীতাকুণ্ডে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযানে নিহত ৪

Admin 1 | প্রকাশিত: ১৬ March ২০১৭ ২৩:১৮

Admin 1
প্রকাশিত: ১৬ March ২০১৭ ২৩:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। এই অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

তবে পুলিশ মনে করছে না নিহতরা কেউ আত্মঘাতী ছিল।

মি: ইসলাম জানিয়েছেন, "টিম যখন অভিযানের অংশ হিসেবে ওই বাড়ির ছাদে নেমেছে তখনও এরা পাল্টা হামলা করার জন্য সিড়ি দিয়ে ছাদে উঠছিল। তাদের একজনের কোমড়ে এক্সপ্লোসিভ বাধা ছিল যেখানে পুলিশের গুলি লাগে। ওই গুলি লাগার কারণে কোমড়ের বেল্টের বিস্ফোরণ ঘটে ওই ব্যক্তিসহ সাথে থাকা আরো দুজন মারা যায়"।

যারা নিহত হয়েছে তাদের শরীরের উপরের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাদের শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

তবে পুলিশের সরাসরি গুলিতে নিহত হন ওই নারী।

নিহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ ধারণা করছে এরা 'নব্য জেএমবি'র সদস্য।

ওই বাড়িতে সারারাত আটকে থাকা কয়েকটি পরিবারের অন্তত ২৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বাড়িটিতে প্রচুর বিস্ফোরক ও বোমা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।

বাড়িটিতে এখন বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

অভিযানে, সোয়াটের দুজন সদস্য আহত হয়েছেন। তবে সেটা খুব গুরুতর নয় বলে জানা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: