odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

আলহাজ্ব নান্নু বেপারীর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোআ মাহ্ফিল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ May ২০১৮ ০৪:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ May ২০১৮ ০৪:৫৬

 ২৭ শে মে রোজ সোমবার বিকেল ৫টায় ঢাকার সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে মরহুম আলহাজ্ব নান্নু বেপারীর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোআ মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মুন্সিগঞ্জ ২ আসনের  সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন

নান্নু বেপারীর ঋন শোধ করা যাবে না, এমিলি আরো বলেন আওয়ামীলীগ এর দূর্দিন এ নান্নু বেপারীর সহযোগীতা ছিল অতুলনীয়, এত বড় মাপের একজন মানুষ হয়েও তার চলাফেরা ছিলনসাধারন মানুষের মতো নিরহংকার সাদা মনের মানুষটি ছিল দলের জন্য নিবেদিত প্রান, তার কিছু চাওয়ার ছিল দিতে পারাটাই যে ব্যাক্তির কাছে মূখ্য, দল এবং একজন অমুল্য সম্পদ হারিয়েছে নান্নু বেপারী মৃত্যুতে মহান আল্লাহ্‌ তাকে জননাতুল ফেরদৌস দান করুন

 আরো উপস্হিত ছিলেন আলহাজ্ব লুৎফর রহমান, সাধারণ সম্পাদক,মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ।

প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আঃ হামিদ ফকির।

জনাব ওসমান গণি তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি লৌহজং উপজেলা আওয়ামীলীগ সহ সম্মানিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও ইসলামপুর বাজার বস্ত্র সমিতির ব্যবসায়ী ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনায় মরহুমের ছেলে বিএম সোয়েভ- যুগ্ম সাধারণ সম্পাদক, লৌহজং উপজেলা আওয়ামীলীগ।



আপনার মূল্যবান মতামত দিন: