odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

হজ যাত্রীদের জন্য ফ্রি পরিবহন ব্যবস্থা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ July ২০১৮ ২০:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ July ২০১৮ ২০:০৬

 

হজ যাত্রীদের আশকোনার হাজী ক্যাম্প থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ফ্রি পরিবহন ব্যবস্থা (বাস সার্ভিস) চালু করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় রোববার দুপুরে এই ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) রহিমা আক্তার লাকী, সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) ট্রাফিক উত্তর আলী আকবর শরীফ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট ট্রাফিক জোন) শচীন মৌলিকসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, এয়ারপোর্ট ক্রসিং একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকা। হজ যাত্রীরা পায়ে হেঁটে এই ক্রসিং অতিক্রম করলে দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হতে পারে। হজ যাত্রীদের নিরাপদ গমনাগমনের জন্য এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: