odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নির্বাচনে বিএনপি জয়ী হতে পারবে না জেনে সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দিচ্ছে : কাদের

Admin 1 | প্রকাশিত: ২২ March ২০১৭ ২২:১৬

Admin 1
প্রকাশিত: ২২ March ২০১৭ ২২:১৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জয়ী হতে পারবে না জেনে সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দিচ্ছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের ঢাকা-সিলেটা মহাসড়কের অলিপুৃরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল প্রমুখ উপস্থিত ছিলেন্
ওবায়দুল কাদের বলেন, আমরা কেন বিএনপিকে নির্বাচনে আনব। নির্বাচনে আসা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধীকার রক্ষা না করে তারা আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে না বলেই উগ্র জঙ্গীবাদকে মদদ দিচ্ছে।
তিনি বলেন, এ বছরের মাঝেই ঢাকা-সিলেট মহাসড়কের ৪ লেনের কাজ শুরু হবে। হবিগঞ্জের দুর্ঘটনা প্রবণ অলিপুর রেল ক্রসিংসহ ৫টি এলাকায় ওভার ব্রীজ নির্মাণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: