odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

লন্ডনে হামলা ইসলামপন্থীদের কাজ: পুলিশ

Admin 1 | প্রকাশিত: ২৩ March ২০১৭ ২১:১৩

Admin 1
প্রকাশিত: ২৩ March ২০১৭ ২১:১৩

লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে হামলা ইসলামপন্থীদের কাজ হতে পারে বলে লন্ডনের পুলিশ মনে করছে। মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের শীর্ষ কর্মকর্তা মার্ক রোলি এমনটাই জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, তাদের বিশ্বাস হামলাকারী সম্পর্কে তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। যদিও এ নিয়ে এর বিশদ কিছু জানাননি তিনি।

একজন ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে বুধবার তিনজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৪০ জনের মত। এরপর সে পার্লামেন্টের সামনে একজন পুলিশকে ছুরি চালিয়ে হত্যা করে এবং পরে পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারায়।

হামলার সময় একদল ফরাসি শিক্ষার্থী সেখানে ছিল এবং তাদের মধ্যে কয়েকজন আহত হয়। তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্যারিসের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে রাখা হয় বুধবার মধ্যরাতে।



আপনার মূল্যবান মতামত দিন: