odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

থাইল্যান্ডে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের রুপা

Admin 1 | প্রকাশিত: ২৬ March ২০১৭ ০৯:০২

Admin 1
প্রকাশিত: ২৬ March ২০১৭ ০৯:০২

থাইল্যান্ডে ২০১৭ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ান প্রতিযোগিতা থেকে আরেকটি পদক জিতেছে বাংলাদেশ।  শ্যামলী রায়ের ব্রোঞ্জ জয়ের পর এবার কম্পাউন্ড ডিভিশনের দলগত ব্রোঞ্জ জিতেছে মেয়েরা।

শনিবার ব্যাংককে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চাইনিজ তাইপের কাছে ২২৪-২১৯ স্কোর ব্যবধানে হেরে যায় মেয়েরা। বাংলাদেশ দলের হয়ে খেলেন রোকসানা আক্তার, সুস্মিতা বণিক ও বন্যা আক্তার।
 
প্রথম রাউন্ডে ভিয়েতনামকে ২২৫-২১১ স্কোরে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা বাংলাদেশ সেমি-ফাইনালে ওঠে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২২৭-২২৩ স্কোরে জিতে। মিয়ানমারকে ২২৫-২১৮ স্কোরে হারিয়ে ফাইনালে ওঠে মেয়েরা।
 
থাইল্যান্ডের আসর থেকে এ নিয়ে দুটি পদক পেল বাংলাদেশ। আগে দিন মেয়েদের রিকার্ভে ব্রোঞ্জ জেতেন শ্যামলী রায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: