odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th December 2025, ২০th December ২০২৫

রোহিত শর্মা রেকর্ড ভাঙ্গলেন শহিদ আফ্রিদির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ November ২০১৮ ২৩:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ November ২০১৮ ২৩:১২

রেকর্ড ভাঙা-গড়া রোহিত শর্মার নেশা। এবার তিনি পেছনে ফেললেন ছক্কার জন্য 'বুমবুম' নামে পরিচিত পাকিস্তানের হার্ডহিটিং অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেই আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত। কি সেটা? দ্রুততম ২০০ ছক্কার রেকর্ড। ভারতীয় এই ওপেনার ১৮৭ ইনিংসেই ছুঁয়ে ফেলেছেন ওয়ানডেতে ২০০ ছক্কার এলিট ক্লাব।

এই ক্লাবে ঢুকতে আফ্রিদির লেগেছিল ১৯৫ ইনিংস। তিনিই ছিলেন এতদিন সবার উপরে। এবার দ্রুততম ২০০ ছক্কার রেকর্ডে রোহিত উঠে গেছেন এক নাম্বারে।

বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে ৬৩ রানে অপরাজিত থাকেন রোহিত৷ ৫৬ বলের ইনিংসে ৪টি ছয় এবং পাঁচটি বাউন্ডারি মেরেছেন হিটম্যান৷

ওয়ানডে ক্রিকেটে ২০০ ছক্কার মাইলস্টোন টপকালেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত৷ তার আগে রয়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি৷ ২১৮টি ছক্কার মালিক ধোনি৷ আর এদিন রোহিত পৌঁছালেন ২০২৷ কম ইনিংস খেলে রোহিত আফ্রিদিকে পিছনে ফেললেও সর্বাধিক ছয় মারার ক্ষেত্রে এখনও শীর্ষে আফ্রিদি৷

সাবেক পাক ব্যাটসম্যানের দখলে রয়েছে ৩৫১টি ছক্কা৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিসে গেইল (২৭৫) এবং তিন নম্বরে সানাত জয়সুরিয়া (২৭০)৷ সাত নম্বরে রয়েছেন রোহিত (২০২)৷



আপনার মূল্যবান মতামত দিন: