odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

যশোরের চুকনগরে ১৪ দলের সমাবেশে আগামীকাল

Admin 1 | প্রকাশিত: ৩১ March ২০১৭ ০৮:০৩

Admin 1
প্রকাশিত: ৩১ March ২০১৭ ০৮:০৩

যশোরের চুকনগরের বধ্যভূমিতে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধি দল এ সমাবেশে যোগদান করবেন।
প্রতিনিধি দলের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ডা. শাহাদাত হোসেন, নাজমুল হক প্রধান ও শরীফ শফিকুল হামিদ চন্দন প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ইতিহাসের বর্বরোচিত ও নৃশংস হত্যাকান্ডের দিনকে মহান জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘গণহত্যা’ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: