odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

হানিমুন থেকে আর ফেরা হলো না নব দম্পতির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ December ২০১৮ ২০:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ December ২০১৮ ২০:০৭

হানিমুনে গিয়ে মারা গেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি পরিচালক সায়েদা ফাতেমি ও তার স্বামী। গত ২৯ শে নভেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর হানিমুন করতে যান পাকিস্তানের হানজা এলাকায়। সেখানে একটি হোটেল ভাড়া করেন তারা। সেখানে শনিবার গ্যাস লাইন লিক হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা। তাদের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে সিভিল হাসপাতাল হানজা’য়। এতে নিশ্চিত করে বলা হয়েছে, শ্বাসরোধ করে মারা গেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

ফাতেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ কূটনৈতিক শাখায় কর্মরত ছিলেন।

সম্প্রতিই তিনি ফ্রান্স থেকে প্রশিক্ষণ শেষ করেছেন। বিশেষ কূটনৈতিক কোর্সে তিনি ছিলেন একটি পদের অধিকারী। তাদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গভীর দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। এর আগে একইভাবে পাকিস্তানের মডেল ও সাংবাদিক কুরাতুল আইন আলী খানও একইভাবে দম বন্ধ হয়ে নিজের ফ্ল্যাটে মারা যান। তবে বিশ্বাস করা হয় যে, তিনি আত্মহত্যা করেছেন। এসএসপি ওমর শাহিদ হামিদ বলেছেন, বাসার কিছু বইয়ে আগুন লেগে তা থেকে শ্বাসরোধ হয়ে মারা গেছেন কুরাতুল আইন। চিকিৎসকরাও নিশ্চিত করেছেন এ কথা।



আপনার মূল্যবান মতামত দিন: