odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

পাকিস্তানে ‘আত্মঘাতী’ হামলায় নিহত ১১

Admin 1 | প্রকাশিত: ১ April ২০১৭ ০১:০৩

Admin 1
প্রকাশিত: ১ April ২০১৭ ০১:০৩

পাকিস্তানের উত্তরপশ্চিমের আফগান সীমান্তবর্তী একটি শহরে মসজিদের কাছে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে বলে জানান দেশটির একজন পার্লামেন্ট সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পারাচিনার শহরের সেন্ট্রাল বাজারে শিয়াদের একটি মসজিদে নারী মুসুল্লিদের প্রবেশ দ্বারের কাছে ওই বিস্ফোরণ ঘটে। জুমার নামাজ আদায় করতে সেখানে অনেক মানুষ জড় হয়েছিল।

পার্লামেন্ট সদস্য সাজিদ হুসাইন তুরি বলেন, “এটা আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী ভিড়ের মধ্যে হামলা চালায়। খুব সম্ভবত মসজিদে আসা নারীরা তার লক্ষ্য ছিল।”

“হামলায় ১১ জন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসক মুমতাজ হুসাইন রয়টার্সকে বলেন, “আমাদের এখানে পাঁচটি মৃতদেহ আনা হয়েছে, যার মধ্যে একজন নারী ও দুইটি শিশু।”

“এ ছাড়াও এখন পর্যন্ত আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্সে করে তাদের এখানে আনা হয়। আহতদের জন্য জরুরি রক্তের আবেদন করা হয়েছে।”

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।



আপনার মূল্যবান মতামত দিন: