odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কপি-পেস্ট করতেও বুদ্ধি দরকার, ট্রোলের শিকার দিশা পাটনি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ January ২০১৯ ০৯:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ January ২০১৯ ০৯:২৩

স্টাফ রিপোর্টার

‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র হাত ধরে বলিউডে পা রাখেন দিশা পাটনি। আর প্রথম ছবিতেই অভিনয় দিয়ে মানুষের মনে দাগ কেটেছিলেন তিনি।

তবে এবার নতুন কোনো ছবি নয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্টের ক্যাপশন নিয়ে ট্রোলের শিকার হয়েছেন ইন্টারনেট সেনসেশন, বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। তাকে কপি পেস্ট করার জন্যও দোষারোপ করা হচ্ছে। এমনকি তারকা এই অভিনেত্রীর বুদ্ধি নিয়েও প্রশ্ন উঠছে।
পোস্টটি ট্রোলে ভরে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলেছেন দিশা। ডিলিট করা পোস্টটির ভিডিওর ক্যাপশনে যা লেখা ছিল সেটাই আসলে ট্রোলিংয়ের কারণ। ভিডিওটি যেহেতু একটি বিজ্ঞাপনের ছিল সেই কারণে ক্যাপশনটি সেই বিজ্ঞাপন সংস্থাই লিখে দিয়েছিল দিশাকে।

সেটাকেই কপি পেস্ট করার কথা ছিল। কিন্তু আসল ক্যাপশনটির আগে সেই সংস্থা লিখেছিল যে তারা ফাইনাল ভিডিওটি দিশাকে মেল করে দেবেন। আপাতত এই ভিডিওটি দিশা ব্যবহার করতে পারেন।

সংস্থার পাঠানো মেসেজটির এই লেখাগুলোও ভুল করে কপি পেস্ট করে নিজের ক্যাপশনে দিয়ে ফেলেছিলেন দিশা। যার পর থেকেই শুরু হয়েছে ট্রোলিং পর্ব। এমন ভুল কারও হয় কী করে? যদি হয়ও দিশার পিআর টিমের অন্তত চোখে পড়া উচিত ছিল।

এই ধরণরের মন্তব্য ছাড়াও দিশার বোধ বুদ্ধি নিয়ে নানা কথা উঠেছে। দিশা যতক্ষণে ভুল লেখাটি দেখে পোস্টটি ডিলিট করার সিদ্ধান্ত নেন ততক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।



আপনার মূল্যবান মতামত দিন: