odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

বেপরোয়া চালকের হাতে যাত্রীর জীবন

Akbar | প্রকাশিত: ২২ March ২০১৯ ০৮:৩৫

Akbar
প্রকাশিত: ২২ March ২০১৯ ০৮:৩৫

 

ঢাকা: বাস-মিনিবাসের নৈরাজ্যে ঢাকার সড়কে বারবার ঝরছে রক্ত, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। বেপরোয়া চালকের হাতে যেন জীবন সঁপে দিয়ে চলাচল করছে যাত্রীরা। এর সঙ্গে রয়েছে অতিরিক্ত যাত্রী পরিবহন, অতিরিক্ত ভাড়া আদায়, নির্দিষ্ট স্টপেজে বাস না থামিয়ে যেখানে-সেখানে থামানো, বাসে ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন না করা, রাতে ঢাকার রাস্তা অরক্ষিত হয়ে পড়া ইত্যাদি। ১৭ মার্চ থেকে চলছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ।



আপনার মূল্যবান মতামত দিন: