odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বাজারের ৯৬টি তরল দুধের ৯৩টিতেই সীসা

Akbar | প্রকাশিত: ৮ May ২০১৯ ১৬:২০

Akbar
প্রকাশিত: ৮ May ২০১৯ ১৬:২০

ঢাকা. ০৮ মে (অধিকারপত্র):বাজারের ৯৬টি তরল দুধের নমুনা পরীক্ষা করে ৯৩টিতেই সীসাসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। হাইকোর্টে দাখিলকৃত তাদের রিপোর্টে এমনটাই জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রিপোর্টে বলা হয়, প্যাকেটজাত তরল দুধের ৩১টির মধ্যে ১৮টিতে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান রয়েছে। বাজারজাত দুধে সীসা ও বিষাক্ত পদার্থ মেশানো হয়, হাইকোর্টের দেয়া এমন রুলের জবাবে বিএসটিআই ১৬ সদস্যের কমিটি গঠন করে।

দুধে বিষাক্ত বস্তু মেশানোর সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে রিপোর্ট দিতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছে আদালত।

সেইসঙ্গে রাজধানী ঢাকার কোন কোন এলাকায় ওয়াসার পানি বেশি খারাপ তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। বুধবার পানি পরীক্ষা করে হাইকোর্টে দাখিল করার কথা থাকলেও ওয়াসা জানিয়েছে, তাদের ৩টি ল্যাবে একযোগে এই পরীক্ষা করলেও ৩ মাস সময় প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: