odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

দীপিকার অসুস্থতায় ফের বন্ধ পদ্মাবতীর শ্যুটিং!

Admin 1 | প্রকাশিত: ১৬ April ২০১৭ ১০:২০

Admin 1
প্রকাশিত: ১৬ April ২০১৭ ১০:২০

ফের থমকে গেল ‘পদ্মাবতী’-র শ্যুটিং। তবে এবার কোনও বিতর্কের জন্য নয়। অসুস্থ হয়ে পড়েছেন মূল নায়িকা দীপিকা পাড়ুকোন। এ কারণেই শুক্রবারের শ্যুটিং বাতিল করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন ছবির শ্যুটিং থাকায় ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে দীপিকাকে। কখনও টানা শ্যুটিং তো কখনও বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে অভিনেত্রীকে। সব মিলিয়ে শরীরের ওপর ধকল পড়েছে। ফলে, দীপিকার ঘাড়ে ও পিঠে প্রচন্ড যন্ত্রণা শুরু হওয়ায়, এদিন শ্যুটিং করতে পারেননি তিনি।

এছাড়া, ‘পদ্মাবতী’-র চরিত্রে অভিনয়ের জন্য ভারি পোশাক পরতে হচ্ছে মাস্তানিকে। এতে ব্যথা আরও বেড়েছে। আগামী ২-৩ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগেও, একাধিকবার থমকে গিয়েছে পদ্মাবতীর শ্যুটিং। রাজস্থানের জয়পুরে শ্যুটিং চলাকালীন কর্ণ- সেনা হামলা চালায় সেটে। তাদের অভিযোগ, রাণী পদ্মাবতীর জীবনীকে ছবিতে বিকৃত করা হয়েছে। এরপর কোলহাপুরের সেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডেও থমকে যায় ছবির কাজ। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত পদ্মাবতী ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন রণবীর সিং এবং শহিদ কাপূর। ছবিটি আগামী ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।



আপনার মূল্যবান মতামত দিন: