odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

ব্রিটিশ বাংলাদেশি কিশোরী নি’খোঁজ লন্ডনে , স’ন্ধান পেতে সাহায্য কামনা

odhikar patra | প্রকাশিত: ১৮ August ২০১৯ ০৬:২৭

odhikar patra
প্রকাশিত: ১৮ August ২০১৯ ০৬:২৭

 


যুক্তরাজ্যের লন্ড‌নে বাঙালিপাড়া বলে পরিচিত পুর্ব লন্ড‌ন থে‌কে নি‌’খোঁজ হয়ে‌ছে এক ব্রি‌টিশ বাংলা‌দেশি কি‌শোরী। নি’খোঁজের আট দিন পে‌রি‌য়ে গে‌লেও পু‌লিশ সুমাইয়া বেগ‌মের কোনও সন্ধান পায়‌নি।

‌নি‌’খোঁজ সুমাইয়‌া বেগম (১৫) ‌রি‌জেন্টস পার্ক এলাকার বা‌সিন্দা।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, ৯ আগস্ট শুক্রবার দুপুর দেড়টার দি‌কে বাসা থে‌কে বের হ‌য়ে যান সুমাইয়া। এরপর আর তার কোনও স’ন্ধান পাওয়া যা‌চ্ছে না।

পু‌লিশ আরও জা‌নায়, বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সুমাইয়ার সঙ্গে কোনও ফোন বা টাকা পয়সাও ছিল না।

পুলিশের পক্ষ থেকে সুমাইয়ার কোনও স’ন্ধান পে‌লে লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশকে জানাতে অনু‌রোধ ক‌রা হয়ে‌ছে।



আপনার মূল্যবান মতামত দিন: