odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ইন্তেকাল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৯ ২০:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৯ ২০:৪১

 

ঢাকা, ৪ নভেম্বর,২০১৯ রবিবার : বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই।
তিনি আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১ টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান আজ দুপুরে টেলিফোনে বাসস’কে এ কথা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে কিডনী এবং ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে মির্জা ফখরুল মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: