odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

অযু করার সুন্নাত তরীকা

Admin 1 | প্রকাশিত: ২৫ April ২০১৭ ০২:৪১

Admin 1
প্রকাশিত: ২৫ April ২০১৭ ০২:৪১

অযু আরবি শব্দ, এর আভিধানিক অর্থ পবিত্রতা, স্বচ্ছতা পারিভাষিক অর্থে পবিত্র পানি দ্বারা শরয়ী পদ্ধতিতে হাত, মুখ, পা ধৌত করা (ভিজা হাতে) মাথা মাসাহ করাকেঅযুবলে

অযুর তরীকা :

১। প্রথমে মনে মনে অযুর নিয়ত করবে। অতঃপর

২।বিসমিল্লাহবলবে। অতঃপর

৩। ডান হাতে পানি নিয়ে দুই হাত কব্জি সমেত ধৌত করবে এবং আঙ্গুলসমূহ খিলাল করবে

৪। এরপর ডান হাতে পানি নিয়ে ভালভাবে কুলি করবে প্রয়োজনে নতুন পানি নিয়ে নাকে দিয়ে বাম হাতে ভালভাবে নাক ঝাড়বে। তারপর-

৫। কপালের গোড়া থেকে দুই কানের লতী হয়ে থুতনির নিচ পর্যন্ত পুরো মুখমন্ডল ধৌত করবে দাড়ি খিলাল করবে। এজন্য এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিবে। যদি দাড়ি ঘন হয়, সেই ক্ষেত্রে শুধু উপরের অংশ ধোয়া জরুরি। ভেতরে পানি পৌঁছানো জরুরি নয়। তবে পাতলা হলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। অতঃপর

৬। প্রথমে ডান পরে বাম হাত কনুই সমেত ধৌত করবে।  এরপর

৭। পানি নিয়ে দুহাতের ভিজা আঙ্গুলগুলি মাথার সম্মুখ হতে পিছনে পিছন হতে সম্মুখে বুলিয়ে একবার পুরো মাথা মাসাহ করবে

৮। মাথার সাথে ভিজা শাহাদাত আংগুল দ্বারা কানের ভিতর অংশে বুড়ো আংগুল দ্বারা পিছন অংশে মাসাহ করবে। অতঃপর
৯। ডান বাম পায়ের টাখনু সমেত ভালভাবে ধুইবে বাম হাতের আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুল সমূহ খিলাল করবে।
১০। অযুর দোয়া পাঠ করবে

উল্লেখ্য, অযুর ফরয চারটি: . সমস্ত মুখমন্ডল ভালভাবে ধৌত করা। . দুই হাত কনুই সমেত ধৌত করা। . (ভিজা হাতে) কানসহ মাথা মাসাহ করা  . দুই পা টাখনু সমেত ধৌত করা



আপনার মূল্যবান মতামত দিন: