08/22/2025 সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন
সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন
Biplob
১৭ ডিসেম্বর ২০১৯ ০১:৩০
বিপ্লব, সাভার ঃ রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী তাই সকল রাজাকারদের বিচার দেশের মাটিতে করা হবে কেউ রেহাই পাবে না উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলেও বলেন তিনি।কুচকাওয়াজ পরিদর্শনে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: odhikarpatra@gmail.com