12/19/2025 নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় মাশরাফিসহ চার প্রার্থীকে জরিমানা
অনলাইন ডেস্ক
২৫ December ২০২৩ ১৭:৩৬
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নড়াইল-০২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাসহ চার প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাশরাফিকে এবং সকালে বাকি তিন প্রার্থীকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়।নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট আনিসুর রহমান এ জরিমানা করেন।
এসময় প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (পৌরসভার মধ্যে ওয়ালে পোস্টার লাগানো) তাদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়