12/14/2025 অকালে প্রাণ হারালেন সাবেক নারী ফুটবলার মিথিলা
অনলাইন ডেস্ক
৯ July ২০২৪ ০৯:৩৮
৯ জুলাই ২০২৪ ( অনলাইন ডেস্ক) : বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানিয়েছে, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা। রবিবার রাতে তার মৃত্যু হয়।
এ ফুটবলারের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।