07/04/2025 ইবিতে জুলাই-আগস্ট বর্ষপূর্তি পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা
odhikarpatra
৪ জুলাই ২০২৫ ১০:১৩
ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবকে স্মরণ রেখে জুলাই-আগস্ট ১ম বার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (২ জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ই.ই.ই বিভাগের বিভাগীয় সভাপতির অফিস কক্ষে জুলাই-আগষ্ট বার্ষিকী পালনের বাস্তবায়ন কমিটির এক সভায় এ কর্মসূচিসমূহ গৃহীত হয়।
বার্ষিকী পালন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা সমন্বয়ক এস. এম. সুইট,পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মো জাকির হোসেন, অধ্যাপক ড. মোঃ আব্দুল বারী, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মো. রবিউল হক, অধ্যাপক ড. এ. এস, এম, শরফরাজ নওয়াজ, অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মাদ মিল্লাতুল করিম, অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুন, অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহ, অধ্যাপক মো. নাসির উদ্দিন খান, তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান, ইবি জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখা সভাপতি ইসমাইল হোসাইন রাহাত, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা সভাপতি সাদেক আহমদ, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসান, শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মাছুদুল হক তালুকদার এবং বৈষম্য ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়কবৃন্দ।
জুলাই-আগস্ট ১ম বার্ষিকী পালনের লক্ষ্যে উক্ত সভায় গৃহীত কর্মসূচিসমূহ হলো,
২রা জুলাই হতে ৫ই আগষ্ট পর্যন্ত অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের "লাল ব্যাচ" পরিধান।
২রা জুলাই বিকাল ৩টায় জুলাই বিপ্লবে আহতদের মাঝে চিকিৎসা সহায়তার জন্য চেক হস্তান্তর, বাদ আছর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান ও সন্ধ্যা ৬টায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।
১২ই জুলাই দুপুর ১২টায় জুলাই আগষ্ট সংগ্রহশালা উদ্বোধন।
১৬ই জুলাই বেলা ১১টায় শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন ও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান।
২রা আগষ্ট থেকে ৪ঠা আগষ্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই আগষ্ট আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন।
৩রা আগষ্ট সকাল ১০টায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংহতি দিবস উপলক্ষে জুলাই ২০২৪ আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন।
৩রা আগষ্ট সন্ধ্যা ৬টা থেকে ৬ই আগষ্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি মহোদয়ের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর ও আবাসিক হলসমূহে লাল সবুজ আলোকসজ্জায় সজ্জিত করণ।
৪ঠা আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজি।
৫ই আগষ্ট সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের সকল কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের বিষয়ে স্ব-স্ব বিভাগীয় সভাপতি ও হল প্রভোস্টগনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
উপরোক্ত কর্মসূচির বাইরে বিভাগ ও হলসমূহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহন করতে পারবেন।
উল্লেখ্য, সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ জুলাই এর মধ্যে স্ব-স্ব উপ-কমিটির বাজেট কমিটির আহ্বায়ক / সদস্য-সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া