07/19/2025 চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
Mahbubur Rohman Polash
১৮ জুলাই ২০২৫ ২৩:০৫
চট্টগ্রামের কোতোয়ালীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রংগম নামক ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী জেলার চরজব্বর চরকালাক এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, নোয়াখালী জেলার চরজব্বর চর নাঙ্গলিয়া এলাকার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. রাশেদ। তারা ওই ভবনের কাজ করছিলেন বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ওই ভবনে কাজ করছিলেন। অসাবধানবশত তিনজন পা পিছলে পড়ে যান। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে মেডিকেলে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।