08/14/2025 ইবিতে গবেষণা অন্তর্দৃষ্টি ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সেমিনার
odhikarpatra
১৩ আগস্ট ২০২৫ ০৫:৫৫
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি'র উদ্যোগে 'The Unveiling: Research Insights & Leadership Transition' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল — “Navigating the Research and Higher Study Landscape: A Multi-Disciplinary Perspective”। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।
চারটি ভিন্ন ডিসিপ্লিনের আলোচনায় অংশ নেন — বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান এবং চারুকলা বিভাগের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
আলোচনায় প্যানেলিস্টরা গবেষণার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, কার্যকর নেতৃত্বের গুরুত্ব, ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং সৃজনশীলতাকে বাস্তব প্রভাবের রূপ দেওয়ার উপায় নিয়ে দিকনির্দেশনা দেন।
ইবি রিসার্চ সোসাইটি'র সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সংগঠনটির উপদেষ্টাবৃন্দের মধ্যে ছিলেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান, ফার্মাসি বিভাগের সভাপতি মিজানুর রহমান, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খাঁন। আলোচক হিসেবে ছিলেন ওয়েব কিংডম প্রতিষ্ঠানের মার্কেটিং ডাইরেক্টর উজ্জ্বল ইয়ামান চৌধুরী।এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন ভূঁইয়া ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারটির সঞ্চালনায় ছিলেন মহিমা আক্তার এবং প্যানেল ডিসকাশনে ছিলেন শারমিন আক্তার স্বর্ণা।
ইবি গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেন বলেন, আজকের কর্মশালাটি আমাদের সংগঠনের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। এর ধারাবাহিকতায় আমরা পূর্বেও বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণাকেন্দ্রিক কার্যক্রম আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গবেষণার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করা তরুণ গবেষকদের দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নে সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম করবে।
তিনি আরোও বলেন, আমরা বিশ্বাস করি, এই সদিচ্ছা ও সহায়তা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি শক্তিশালী গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার এই প্রচেষ্টায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, যখন মানুষ গবেষণাকে ভয় পায়, তখনও আমাদের বিশ্ববিদ্যালয়ের একদল যুবক সেই কাজটি করে যাচ্ছে। গবেষণা ছাড়া একটি দেশ সামনে এগোতে পারে না। ধারণার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানের মা। উৎপাদনের জন্য দরকার গবেষণা, ভাবনা ও আবিষ্কার। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে থেকে যায়। রাষ্ট্রের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করাই গবেষণার মূল কাজ।
এসময় তিনি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরা, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা ও বিদেশের মাটিতে উচ্চতর গবেষণায় আগ্রহী ছাত্র-ছাত্রীদেরকে দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন বাস্তব উপযোগী সেমিনার ও কর্মশালার মাধ্যমে তাদের স্বপ্নপূরণ করার জন্য ইবি রিসার্চ সোসাইটি কাজ করে যাচ্ছে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া