08/30/2025 জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন
odhikarpatra
২৯ আগস্ট ২০২৫ ২১:২৫
অধিকার পত্র ডেস্ক :
ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ –
রাজধানীর কাকরাইলে আজ (শুক্রবার) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গণ অধিকার পরিষদের একটি মিছিল — যাঁরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দখলে ছিল — সেই সময় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে ।
দু’পক্ষের অভিযোগ:
দমকল ও বাহিনীর মোতায়েন: সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনা, পুলিশসহ বিশাল আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । রমনা থানার উপকমিশনার মাসুদ আলম এবং পরিদর্শক আতিকুল আলম খন্দকার নিশ্চিত করেন, সংঘর্ষে কিছু মানুষ আহত হয় এবং যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে; পরে পরিস্থিতি শান্তিপূর্ণ হয় ।
আহত ও চিকিৎসা: গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ১০–১৫ জন নেতা–কর্মী আহত হয়েছেন; তাঁদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।
পরবর্তী প্রতিক্রিয়া: এই সংঘর্ষের প্রতিবাদে গণ অধিকার পরিষদ রাতের সময়ে সংবাদ সম্মেলন ও মশাল মিছিলের ঘোষণা দিয়েছে ।
বিষয় | বিবরণ |
---|---|
তারিখ ও সময় | ২৯ আগস্ট ২০২৫, সন্ধ্যা সোয়া ৬টা |
স্থান | কাকরাইল, ঢাকা |
সংশ্লিষ্ট পক্ষে | জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদ |
ঘটনার ধরণ | ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ |
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা | সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ |
আহত ব্যক্তিরা | ~১০–১৫ জন (রোগীদের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন) |
পরবর্তী কর্মসূচি | গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন ও মশাল মিছিল |