09/07/2025 ৪১তম উপদেষ্টা পরিষদ সভায় তিন খসড়া নীতিমালার অনুমোদ
odhikarpatra
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৬
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের ৪১তম সভা। সভায় দেশের উন্নয়ন ও নীতি প্রণয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় তিনটি খসড়া নীতি ও অধ্যাদেশ অনুমোদন পায়। সেগুলো হলো—
সভা শেষে জানানো হয়, অনুমোদিত খসড়াগুলো এখন বিধি ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হবে ভেটিংয়ের জন্য। পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে নীতিগুলো কার্যকর হবে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়ন এবং বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এসব নীতি কার্যকর ভূমিকা রাখবে।