09/06/2025 রাকসু নির্বাচনে ২৩ পদে মনোনয়ন তুলেছেন ৩৯৫ প্রার্থী
odhikarpatra
৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২১
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের উৎসাহ ব্যাপকভাবে বেড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাকসুর ২৩টি পদের জন্য মোট ৩৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৫টি আসনের জন্য ৮৪ জন এবং বিভিন্ন হল সংসদের ১৫টি পদের জন্য ৭৫৪টি মনোনয়নপত্র তোলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ২৩৩ জন শিক্ষার্থী এ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে জমা পড়েছে মাত্র ২৯টি ফরম। আগামী কয়েক দিনের মধ্যে বাকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।