09/06/2025 ঈদে মিলাদুন্নবী (সা.): শান্তি ও মানবতার কবিতা
odhikarpatra
৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১
আজ ১২ রবিউল আউয়াল।
আকাশে ভোরের আলো ফোটে,
কণ্ঠে উচ্চারিত হয় দরুদ,
হৃদয়ে জেগে ওঠে এক মরমি স্রোত—
এই দিনেই জন্ম নিয়েছিলেন প্রিয়নবী,
এই দিনেই তিনি বিদায়ও নিয়েছিলেন ইহলোকে।
জাহেলিয়াতের আঁধার ভেদ করে তিনি এসেছিলেন,
অন্যায়, বৈষম্য আর দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে
মানুষকে শিখিয়েছিলেন মুক্তির কথা।
বলেছিলেন—
ক্ষমাই মহত্ব,
সমতাই মানবতার মূল,
দয়া-সহমর্মিতাই শক্তির আসল রূপ।
শৈশবের বেদনাই তাঁকে শিখিয়েছিল অন্যের অশ্রু মুছিয়ে দিতে।
অনাথ শিশুদের প্রতি তাঁর ভালোবাসা,
নারীর প্রতি তাঁর মর্যাদা দান,
শ্রমিকের হাতে তিনি যে সম্মান তুলে দিয়েছিলেন—
সেসব আজও ঝলমল করে মানবতার ইতিহাসে।
আজ সারা দুনিয়ায় দরুদ শরীফের ধ্বনি,
মিলাদ মাহফিলের সুর,
তিলাওয়াতের কোমল তরঙ্গ—
সবই যেন একত্রিত হয়ে প্রার্থনার মালা গাঁথছে।
কিন্তু স্মরণেই কি শেষ?
শুধু আয়োজনেই কি ভালোবাসা পূর্ণ হয়?
না, প্রিয়নবীর শিক্ষা চাই জীবনের ভেতরে।
ন্যায় চাই আমাদের রাজনীতিতে,
সহমর্মিতা চাই আমাদের সমাজে,
নৈতিকতা চাই আমাদের অর্থনীতিতে,
আর সমতা চাই রাষ্ট্রের প্রতিটি স্তরে।
ঈদে মিলাদুন্নবী (সা.) তাই কেবল উৎসব নয়,
এটি আত্মশুদ্ধির ডাক,
এটি অঙ্গীকারের দিন।
আজকের প্রার্থনা হোক—
“হে আল্লাহ, আমাদের অন্তরে জ্বালাও সেই আলো,
যা নবীজী এনেছিলেন মরুভূমির বুকে।
আমরা যেন তাঁর শিক্ষা ধারণ করি,
তাঁর ভালোবাসা ছড়িয়ে দিই,
তাঁর ন্যায়ের দুনিয়া গড়ে তুলি।”
তবেই এই দিন হয়ে উঠবে সত্যিকার অর্থে নবজাগরণের দিন,
যেখানে আর কারও চোখে অশ্রু থাকবে না,
যেখানে শান্তির পতাকা উড়বে মানবতার আকাশে,
যেমনটি স্বপ্ন দেখেছিলেন প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)।
ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ সম্পাদকীয় পড়ুৃন https://odhikarpatra.com/news/31814
— লেখক: ড. মুহাম্মদ মাহবুবুর রহমান (লিটু), অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা সম্পাদক, আমাদের অধিকা্রপত্র, odhikarpatranews@gmail.com