09/09/2025 রাত পোহালেই ডাকসু নির্বাচন: ৩৪ ঘণ্টা ঢাবি এলাকায় সীমিত চলাচল
odhikarpatra
৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩০
নিজস্ব প্রতিবেদক, অধিকার পত্র ডটকম।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর)। নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কারণে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত টানা ৩৪ ঘণ্টা সাধারণ মানুষের প্রবেশ ও চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। তবে তাদের পরিবারের সদস্যদের ঢুকতে হলে আগে থেকেই বিশেষ নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।
স্টিকারযুক্ত যানবাহন যেমন—অ্যাম্বুলেন্স, ডাক্তার ও রোগীবাহী গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও অনুমোদিত সাংবাদিকদের গাড়ি চলাচলের সুযোগ থাকবে। সাধারণ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের দিনে (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।
ঢাবি প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।