12/13/2025 বলিউড অভিনেতা ববি দেওল নিয়মিত জিমে ফিটনেস রুটিন অনুসরণ করছেন
odhikarpatra
১ October ২০২৫ ১৫:৩৩
অধিকার পত্র ডেস্ক
কলকাতা: বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল এখনো নিজের ফিটনেসকে কেন্দ্রীয় গুরুত্ব দিয়ে চলেছেন। ৫৬ বছর বয়সেও নিয়মিত জিমে সময় কাটান তিনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিভাবে নিজের পেশী গঠনে ব্যায়াম করছেন।
একটা সময় মদ্যপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে তাঁর শরীরে অতিরিক্ত মেদ জমেছিল। তবে ‘অ্যানিম্যাল’ ছবির পর থেকে ববি দেওল যেন নতুন জীবনের দিকে ফিরেছেন। তাঁর নিয়মিত ব্যায়াম, সঠিক ডায়েট এবং ফিটনেসের প্রতি নিষ্ঠা তাঁকে ৫৬ বছর বয়সেও পেশীবহুল ও সুস্থ রাখছে।
অনুরাগীরা এই ফিটনেস রূপ দেখে মুগ্ধ। অভিনেতার কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন ও ফিটনেস অনুপ্রেরণা হিসেবে বেশিরভাগ মানুষ অনুসরণ করছেন।