12/17/2025 দুর্নীতির ফাঁদে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি — ৩ কোটি টাকার অবৈধ সম্পদে দুদকের চার্জশিট!
odhikarpatra
২০ October ২০২৫ ২২:০৩
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২
ঢাকা:
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি-এর বিরুদ্ধে সম্পদ গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
২০২৪ সালের ১৬ অক্টোবর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম দায়িত্ব পান অনুসন্ধানের।
তদন্তে জানা যায়, মহিউদ্দিন আহমেদ তার সম্পদ বিবরণীতে ৪৬ লাখ ৩৭ হাজার ৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫২৯ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,
“মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করেছেন এবং সেই অর্থ ব্যবসার আড়ালে বৈধ করার চেষ্টা করেছেন।”
তদন্তে দেখা যায়,
ফলে তার সম্পদের প্রায় ৩৪.৮০ শতাংশই জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডনীয় অপরাধ।