12/16/2025 ঝিনাইদহে শেখ মুজিবের ভাস্কর্য অপসারণ—ছাত্র–জনতার ঘোষণা: ‘এবার নাম হবে স্বাধীন চত্ত্বর’
odhikarpatra
১৪ November ২০২৫ ২০:১৬
সংবাদ প্রতিবেদন:
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে অপসারণ করেছে স্থানীয় ছাত্র–জনতা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন–এর নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ভাস্কর্যটি অপসারণ করা হয়।
এসময় জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন নেতা, কর্মী এবং ছাত্র–জনতা উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, ভাস্কর্য অপসারণের পর মুজিব চত্ত্বরের পরিবর্তে স্থানটির নতুন নাম হবে ‘স্বাধীন চত্ত্বর’।
স্থানীয় সূত্রে জানা যায়,
আন্দোলনকারীরা জানান, এই পদক্ষেপ তাঁদের দাবি ও সিদ্ধান্তের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।