12/10/2025 বন্দর চুক্তি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম: ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির হুঁশিয়ারি মোমিন মেহেদীর
odhikarpatra
১৯ November ২০২৫ ২২:২৭
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দেশবিরোধী হিসেবে দাবি করা বন্দর চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি জানিয়েছেন—এই সময়ের মধ্যে চুক্তি বাতিল না হলে “যমুনা ঘেরাও” কর্মসূচি ঘোষণা করা হবে।
১৯ নভেম্বর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত
‘অবৈধ বন্দর চুক্তির হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি বলেন—
“দক্ষ জনবল তৈরি না করে অদক্ষতার অজুহাতে দেশের সম্পদ বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার পক্ষে কেউ থাকতে পারে না। যারা ক্ষমতার লোভে ছাত্র সংগঠন বা স্বাধীনতা–বিরোধী শক্তির সঙ্গে মিলে কাজ করছে, তারা জনগণকে ভয় দেখাতে পারবে না।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন—
“ক্ষমতালিপ্সু ছাত্রদল বা স্বাধীনতা–বিরোধী দল অংশ না নিলেও সাধারণ মানুষ যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবে।”
বক্তব্যে তিনি আরও বলেন—
“নির্মম হলেও সত্য—মানুষ যখন ড. ইউনূসের হাত ধরে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছিল, তখন দেশের ঋণ বেড়ে হয়েছে ২১ ট্রিলিয়ন ডলার। দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি—সবই তার আশপাশের মানুষদের পৃষ্ঠপোষকতায় রেকর্ড ভেঙেছে। তাই বন্দর চুক্তি বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে।”
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন—
সভাটি পরিচালনায় ছিলেন—
হালিমা খাতুন
সদস্য, মিডিয়া সেল, নতুনধারা বাংলাদেশ এনডিবি
#বন্দরচুক্তি #NDB #মোমিনমেহেদী #যমুনাঘেরাও #বাংলাদেশরাজনীতি #OdhikarPatra
এ