12/10/2025 জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন দাবি: ইসির নিজস্ব কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার করতে চায় বিএনপি!
odhikarpatra
১৯ November ২০২৫ ২৩:৫৮
অাপডেট: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১৯:৪৩
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত সংলাপে গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। দলটি বলেছে, এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ইসির নিজস্ব কর্মকর্তাদেরই দেওয়া হোক, জেলা প্রশাসক (ডিসি) বা বিভাগীয় কমিশনারদের নয়।
আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল উপস্থিত হয়। সেখানে তিনি বলেন—
“একবার সাহস করে সিদ্ধান্ত নিন—রিটার্নিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদেরই কর্মকর্তারা হবেন। এতে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”
বিএনপি মনে করে, এই কাঠামো সরকারের নির্বাহী ক্ষমতার প্রভাবে নির্বাচনকে প্রভাবিত করে।
সংলাপে মঈন খান বলেন—
“ডিসি, এসপি, ইউএনও, ওসি—এই চারটি বোতাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টিপলে ৩০০ আসনের ফল বের হয়ে আসে। এই পদ্ধতি থেকে বের হতে হবে।”
তিনি আরও বলেন,
“ইসিকে শক্ত থাকতে হবে। ইসি যদি সরকারের কাছে নতজানু হয়, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন—
প্রতিনিধিদলে আরও ছিলেন—
আজকের সেশনটিতে বিএনপির পাশাপাশি অংশ নেয়—
সব দলই নির্বাচনে সমান সুযোগ ও প্রশাসনিক নিরপেক্ষতার ওপর জোর দেয়।
#BNP #Election2025 #ECI #রিটার্নিংঅফিসার #বাংলাদেশরাজনীতি #OdhikarPatra