12/16/2025 গাজায় বিতর্কিত GHF বন্ধ! সহায়তা নিতে গিয়ে ২,১০০ মানুষ নিহত—বিস্ফোরক তথ্য প্রকাশ”
odhikarpatra
২৪ November ২০২৫ ১৯:৩৬
অধিকার পত্র ডটকম
গাজা স্ট্রিপ | ২৪ নভেম্বর ২০২৫
মার্কিন ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত মানবিক সহায়তা প্রতিষ্ঠান গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) তাদের গাজা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। গত মাসে যুদ্ধবিরতি শুরুর পর প্রতিষ্ঠানটি কার্যক্রম স্থগিত করেছিল। এবার সোজাসুজি জানাল—তারা আর গাজায় কোনো সহায়তা বিতরণ করবে না।
GHF–এর নির্বাহী পরিচালক জন অ্যাক্রি বলেন,
“আমরা আমাদের মিশন সম্পন্ন করেছি। গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছানোর নতুন মডেল দেখাতে আমরা সফল হয়েছি।”
GHF মে মাসে গাজার দক্ষিণ ও মধ্য এলাকায় সীমিতসংখ্যক সাইটে খাদ্য বিতরণ শুরু করেছিল। কিন্তু এসব সাইটে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। সাহায্যের জন্য লাখো ক্ষুধার্ত মানুষ জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী—
সহায়তা সংগ্রহের পথে বা সাইটের কাছে গুলিবিদ্ধ হয়ে ২,১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন।
GHF বলছে, তারা প্রায় ১৮ কোটি ৭০ লাখের বেশি খাবার সরবরাহ করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের উপ–প্রবক্তা টমি পিগট বলেন—
“হামাস যাতে আর সহায়তা লুট করতে না পারে—GHF-এর মডেল তা নিশ্চিত করেছে। এটি যুদ্ধবিরতি আনতেও বড় ভূমিকা রেখেছে।”
অন্যদিকে হামাস GHF–এর বন্ধ হওয়াকে “যোগ্য শাস্তি” বলে মন্তব্য করেছে।
তাদের বিবৃতিতে বলা হয়—
“এই প্রকল্প ইসরায়েলের সহযোগিতায় ফিলিস্তিনিদের অভুক্ত রাখার একটি পরিকল্পনা ছিল। মানবিকতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
হামাস আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোর প্রতি GHF-এর “অপরাধের বিচার” দাবি করেছে।
সিএনএন