12/10/2025 দেশে শান্তি-শৃঙ্খলা নেই’ — অভিযোগ মোমিন মেহেদীর
odhikarpatra
৯ December ২০২৫ ২১:২২
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন, ড. ইউনূস সরকারের ব্যর্থতায় দেশে শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়েছে। জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি ও বর্তমান নিরাপত্তাহীনতা নিয়ে বিস্তারিত।
ঢাকা | ৯ ডিসেম্বর ২০২৫
অধিকার পত্র ডটকম
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন— ড. মুহাম্মদ ইউনূসের সরকার সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় দেশে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটেছে। তিনি বলেন, হঠাৎ করেই দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা থেকে গৃহিণী পর্যন্ত নির্মমভাবে হত্যার শিকার হচ্ছেন, আর কেউই আজ নিরাপদ নয়।
৯ ডিসেম্বর সকালে জাতীয় শ্রমিকধারার প্রশিক্ষণ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকধারার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবন।
বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মিজান ঢালী প্রমুখ।
মোমিন মেহেদী বলেন—
তিনি আরো বলেন,
#নতুনধারাবাংলাদেশ, #মোমিনমেহেদী, #ডইউনূসসরকারসমালোচনা, #দেশেশান্তিশৃঙ্খলাসংকট, #জামায়াতনিষিদ্ধদাবি, #যুদ্ধাপরাধীচক্র, #জাতীয়শ্রমিকধারা, #বাংলাদেশরাজনীতি২০২৫