12/10/2025 ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে। বাড়িঘর ধ্বংস, যুদ্ধবিরতির ওপর বাড়ছে চাপ। হিজবুল্লাহ-যুক্ত স্থাপনায় হামলার দাবি ইসরাইলের। জাতিসংঘ বলছে—এগুলো সম্ভাব্য যুদ্ধাপরাধ
odhikarpatra
৯ December ২০২৫ ২৩:৫১
বেইরুট, লেবানন | ৯ ডিসেম্বর ২০২৫
ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে, যার ফলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, সোমবার গভীর রাতে মাউন্ট সাফি, জবা শহর, জেফতা ভ্যালি এবং আজ্জা–রুমিন আরকি এলাকার ওপর “বিচ্ছিন্ন ধাপে” হামলা হয়েছে।
হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলি সামরিক বাহিনী এক্স-এ পোস্ট করে জানিয়েছে, তারা হিজবুল্লাহর সাথে যুক্ত বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে ছিল এলিট রাদওয়ান ফোর্সের বিশেষ অভিযান প্রশিক্ষণ কেন্দ্র, ভবনসমূহ এবং একটি রকেট লঞ্চিং সাইট।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা কার্যকর থাকলেও ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে—যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে।
সম্প্রতি দুই দেশই তাদের বেসামরিক প্রতিনিধিদের সামরিক পর্যবেক্ষণ কমিটিতে পাঠিয়েছে, যা ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি। এই আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি শক্তিশালী করা।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার বলেছেন,
“লেবানন ইসরাইলের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছে, যাতে সীমান্তে ইসরাইলের অব্যাহত আক্রমণ বন্ধ করা যায়।”
এর আগে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিক, শিশু সহ, ইসরাইলি হামলায় নিহত হয়েছে। জাতিসংঘ কর্মকর্তারা এসব হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।
ইসরাইলের আকস্মিক বিমান হামলায় কেঁপে উঠল লেবানন! যুদ্ধবিরতি কি তবে ভেঙে পড়ছে?
ইসরাইল লেবানন হামলা, হিজবুল্লাহ, লেবানন সংঘাত, মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি, ইসরাইল বিমান হামলা, যুক্তরাষ্ট্র মধ্যস্থতা, লেবানন প্রেসিডেন্ট জোসেফ আউন, রাদওয়ান ফোর্স