12/10/2025 কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল: সৃজনশীলতার বিকাশে নতুন কমিটি!
odhikarpatra
১০ December ২০২৫ ১৭:২৪
প্রতিবেদন তারিখ: ১০ ডিসেম্বর, ২০২৫
কুবি প্রতিনিধি, অধিকারপত্র ডটকম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা-সাহিত্য পরিষদে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে
নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান। কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় কমিটির সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩০শে জুন, ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ:
দায়বদ্ধতা ও লক্ষ্যের কথা:
নবগঠিত ভাষা-সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাছান নির্বাচিত হওয়ায় অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই দায়িত্ব আমাকে বিভাগের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে বিভাগের সকল কর্মকাণ্ড ও অনুষ্ঠানে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।" তিনি আরও জানান, বাংলা বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যচর্চা ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে বিভাগকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে আরও সুপরিচিত ও মর্যাদাপূর্ণ করে তুলতে কাজ করে যাবেন।
নব-নির্বাচিত সহ-সভাপতি এমদাদুল হক বলেন, "নবগঠিত কমিটির সকলকে সঙ্গে নিয়ে সততা ও স্বচ্ছতা রক্ষা করে কাজ করে যাব।
বিভাগের প্রতিটি শিক্ষার্থীর দাবি ও সমস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরবো এবং তা সমাধানের চেষ্টা করবো। সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিব, যেনো শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ হয়।" তিনি আরও যোগ করেন, "বাংলা বিভাগ মানেই সৃজনশীলতা, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্র। তাই ভালোবাসার বাংলা বিভাগে নতুনত্বের সূচনা করা ও বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ভিন্ন আঙ্গিক নিয়ে আসাই আমাদের কমিটির লক্ষ্য।"
শাহরিয়ার হোসেন জুবায়ের