12/10/2025 বিশ্ববিদ্যালয় দ্বাদশ সমাবর্তন ২০২৫: মূল সনদ উত্তোলনের জন্য ৬টি জরুরি নির্দেশনা জারি, জেনে নিন নিয়মাবলি |
odhikarpatra
১০ December ২০২৫ ১৭:৪০
মূল প্রতিবেদন অধিকারপত্র ডটকম
ডেস্ক রিপোর্ট: আগামী ১৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি/RU) দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের জন্য মূল সনদপত্র উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিপ্লোমা প্রস্তুতকরণ উপ-কমিটির পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মূল সনদ বিতরণের সময় অবশ্যপালনীয় ৬টি নির্দেশনার কথা জানানো হয়েছে। এই নিয়মাবলী অনুসরণ না করলে সনদ উত্তোলন বিলম্বিত বা কঠিন হতে পারে।
সনদ উত্তোলনে ৬টি জরুরি নির্দেশনা:
১. নিবন্ধনপত্র জমা আবশ্যক: মূল সনদপত্র উত্তোলনের সময় গ্র্যাজুয়েটদের অবশ্যই তাদের নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড) জমা দিতে হবে।
২. নিবন্ধনপত্র না থাকলে করণীয়: কোনো কারণে যদি নিবন্ধনপত্র হারিয়ে যায় বা প্রার্থীর সাথে না থাকে, তবে প্রার্থীকে অবশ্যই অনলাইন লিংক
(https://convocation.ru.ac.bd//) থেকে সেটি ডাউনলোড করে নিতে হবে।
৩. সাময়িক সনদপত্র জমা: পূর্বে যারা সাময়িক সনদপত্র (Provisional Certificate) উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রে মূল সনদ উত্তোলনের সময় অবশ্যই সাময়িক সনদপত্রটি জমা দিতে হবে।
৪. সাময়িক সনদপত্র হারালে বিকল্প ব্যবস্থা: সাময়িক সনদপত্র যদি হারিয়ে যায়, তবে সাধারণ ডায়েরি (জিডি) এবং পেপার বিজ্ঞপ্তি (পত্রিকায় বিজ্ঞাপন) দিয়ে মূল সনদপত্র উত্তোলন করা যাবে।
৫. উপস্থিত না হলে প্রতিনিধির মাধ্যমে উত্তোলন: যে সকল গ্র্যাজুয়েট সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তারা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের কর্মরত কোনো শিক্ষক বা কর্মকর্তার মাধ্যমে মূল সনদপত্র গ্রহণ করতে পারবেন (প্রক্সি)।
৬. সনদে ভুল থাকলে: সনদপত্রে কোনো রকম ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মূল সনদপত্র শাখায় যোগাযোগ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. মো. হাসনাত কবীর (সচিব) এবং প্রফেসর ড. এম এফ নজরুল ইসলাম (আহ্বায়ক)-এর স্বাক্ষর রয়েছে। গ্র্যাজুয়েটদের ভোগান্তি এড়াতে সময়মতো ও সঠিক কাগজপত্র নিয়ে সনদপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।