12/11/2025 ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নির্বাচনী গণসমাবেশে খেলাফত মজলিসের আমির বলেন, ‘চব্বিশের বিপ্লব রক্তে কেনা—ফ্যাসিবাদের প্রত্যাবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
odhikarpatra
১০ December ২০২৫ ২০:১৫
*অধিকারপত্র ডটকম রিপোর্ট │ নিজস্ব প্রতিবেদক │ ময়মনসিংহ** ১০ ডিসেম্বর ২০২৫,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
বলেছেন, চব্বিশের বিপ্লবে যারা বুক চিতিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের বড় অংশ ছিলেন আলেম সমাজ। তাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ বিদেশি আধিপত্য ও ফ্যাসিবাদের শৃঙ্খল ভেঙেছে। এখন আবার কোনো পরাজিত বিদেশি শক্তি যদি অন্য কারও কাঁধে চড়ে বাংলাদেশকে বেঁধে ফেলতে চায়, তা জনগণ সহ্য করবে না।
বুধবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে. উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক অভিযোগ করেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণের প্রতিনিধি না হয়ে বিদেশি স্বার্থের দালালি করেছেন। দেশের সম্পদ উজাড় করে সোনার বাংলাকে শ্মশানের দিকে ঠেলে দিয়েছেন। ইসলামী জনতার ওপর স্টিমরোলার চালানো হয়েছে, নিরীহ মানুষকে গুমের রাজত্বে ঠেলে দেওয়া হয়েছে, আর আলেম–ওলামাদের কারাগারে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি বলেন,
“ইসলামী জনতাকে বারবার গুলি করে হত্যা করা হয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বরে, ২০২১ সালের মোদি-বিরোধী আন্দোলনে, ২০২৪ সালের জুলাই বিপ্লবে—সব জায়গায় রক্ত ঝরেছে। ষোল বছরের দীর্ঘ সময় ছিল আলেম-ওলামাদের ওপর নির্যাতন আর ত্যাগের পর্ব। সেই সব জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েই চব্বিশের বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে।”
মামুনুল হকের দাবি, যাদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে, তারা এখন ভিন্ন রাজনৈতিক আশ্রয়ে ফিরে এসে দেশকে জিম্মি করার চেষ্টা করছে। তিনি বলেন,
“জীবন দিয়ে যে ফ্যাসিবাদকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, সেটি যদি অন্য নামে, অন্য সাজে ক্ষমতার সিঁড়ি বেয়ে ফিরে আসতে চায়—রাস্তা থেকেই তার জবাব দেব।”
এ সময় তিনি চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি বন্ধ এবং **জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে জাতীয় নির্বাচনে প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’–ব্যালটে সিল দেয়ার আহ্বান জানান।**
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি
*হাফেজ আব্দুল লতিফ*।
বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব **মাওলানা জালালুদ্দীন আহমদ**, সিনিয়র যুগ্ম মহাসচিব **আতাউল্লাহ আমীন**, নায়েবে আমির **শাহ মুহাম্মদ সাঈদ নূর**, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী
, ফুলবাড়িয়া আসনে মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদের
এবং জামায়াত মনোনীত প্রার্থী **অধ্যক্ষ কামরুল হাসান মিলনপ্রমুখ।
