12/11/2025 দীর্ঘ ১৪ বছরের যুদ্ধের অবসান উদ্যাপন: ‘নতুন ভবিষ্যতের পথে সিরিয়া’—দামেস্কে প্রেসিডেন্ট আল-শারার ঘোষণা
odhikarpatra
১১ December ২০২৫ ০০:০০
দামেস্ক, সিরিয়া | ১১ ডিসেম্বর ২০২৫
সিরিয়ায় ১৪ বছরের বিধ্বংসী যুদ্ধের অবসান ও স্বাধীনতার পুনর্জন্ম উদ্যাপনে দেশজুড়ে চলছে আনন্দোৎসব। রাজধানী দামেস্কসহ বড় শহরগুলোতে লাখো মানুষ পতাকা, আতশবাজি ও উচ্ছ্বাসে রাস্তায় নেমে আসেন। সোমবার দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা দেন—সিরিয়া “অন্ধকার অধ্যায়” পেরিয়ে “একটি প্রতিশ্রুতিময় ভবিষ্যতের” পথে এগোচ্ছে।
সংশ্লিষ্টদের বক্তব্য
লিনা আল-মাসরি, দামেস্কতিনি বলেন, “আজ সত্যিকারের উৎসবের দিন। সিরিয়া এখন নিরাপদ। সবচেয়ে বড় অর্জন—আমাদের যুবকরা ভয় ছাড়াই রাস্তায় হাঁটতে পারছে।”
তিনি যোগ করেন, অতীতের ভয়, নির্যাতন ও নিখোঁজ হওয়ার আতঙ্ক আর নেই।
তিনি বলেন, “অন্যায় ও অত্যাচারের বোঝা আমাদের কাঁধ থেকে নেমে গেছে। মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে।”
তার মতে, প্রথমবারের মতো জনগণ স্বেচ্ছায় রাস্তায় নেমেছে; বাধ্য হয়ে নয়।
ইয়াহিয়া ও হুসেইন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীতাদের ভাষায়, “আমরা এখন নিরাপত্তা বাহিনীকে নিজের মানুষের মতো মনে করি। ভয় নেই, আতঙ্ক নেই। এখন বিদ্যুৎ আছে, আলো আছে, স্বস্তি আছে।”
বিদেশে বড় হওয়া ইয়াহিয়া বলেন, এবারই প্রথম তিনি নিজের দেশে নিজের মতো বাঁচতে পারছেন।
তিনি জানান, “সিরিয়া এখন পুনরুজ্জীবনের পথে। সেবাসমূহ ধীরে ধীরে উন্নত হচ্ছে, আর আমরা কিছুতেই ঘাটতিতে নেই।”
তার মতে, সিরিয়াবাসী আরও উষ্ণ, উদ্যমী হয়ে উঠেছে—নতুন করে দেশ গড়ার শক্তি পেয়েছে।
আল জাজিরা