12/13/2025 ইসরায়েলি হামলা অব্যাহত, যুদ্ধবিরতি লঙ্ঘনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান হামাসের
odhikarpatra
১১ December ২০২৫ ১৭:৪৭
গাজা, ৯ ডিসেম্বর ২০২৫
গাজায় বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি
লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস।
সংগঠনটি জানিয়েছে, অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইতোমধ্যে অন্তত ৭৩৮ বার লঙ্ঘন করেছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় অন্তত ৩৭৭ জন নিহত এবং ৯৮৭ জন আহত হয়েছেন। হামাসের সিনিয়র কর্মকর্তা হুসাম বদরান বলেছেন, “ইসরায়েল তাদের প্রতিশ্রুতি না মানলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া সম্ভব নয়।” তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা চাপ বাড়িয়ে ইসরায়েলকে প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়নে বাধ্য করে।
বর্তমান যুদ্ধবিরতির আওতায় বন্দি বিনিময় ও গাজা থেকে আংশিক সৈন্য প্রত্যাহার লক্ষ্য হলেও পরবর্তী ধাপ—গাজার ভবিষ্যৎ প্রশাসন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং ‘বোর্ড অব পিস’—এগুলো নিয়ে এখনো ঐক্যমত্য হয়নি। কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য এক যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা এগোলেও এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের শুরুর দিকেই আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর প্রথম দল মোতায়েন হতে পারে। এদিকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ‘বোর্ড অব পিস’ থেকে বাদ দেওয়া হয়েছে, যা গাজা পুনর্গঠনে পর্যবেক্ষণ প্যানেল হিসেবে কাজ করার কথা ছিল।