12/13/2025 ইসরায়েলের ডানপন্থী টিভি চ্যানেলে গাজায় বন্যা নিয়ে ‘উল্লাস’, ডুবে যাওয়ার কামনা
odhikarpatra
১১ December ২০২৫ ২১:১৫
ইসরায়েলের ডানপন্থি টিভি চ্যানেল চ্যানেল ১৪-এর এক সাম্প্রতিক সম্প্রচারে ভয়াবহ শীতকালীন ঝড় ও বন্যায় বিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ে প্রকাশ্যে ‘উল্লাস’ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা এমনকি আশা প্রকাশ করেছেন, বন্যা যেন পুরো গাজাকে “ডুবিয়ে ফেলে” এবং “মানুষ বেঁচে থাকল কি না তাতে কিছু যায় আসে না।”ম
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে—গাজার মতো অবরুদ্ধ অঞ্চলের মানুষের ওপর এমন দুর্যোগ নিয়ে উপহাস করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘন করে।
ইসরায়েলি শান্তিকর্মীদের একাংশ বলছেন, এ ধরনের ভাষ্য পরিস্থিতিকে আরও ঘৃণা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।