12/12/2025 চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় রোমানের মৃত্যু, দুই তরুণ হাসপাতালে
odhikarpatra
১২ December ২০২৫ ১২:৩৩
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কাভার্ড ভ্যানসহ চালক ও সহকারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।
ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের মো. জসিম জমাদারের ছেলে রোমান ফজরের নামাজ শেষে মাছ কিনতে বের হয়েছিলেন দু’জন বন্ধুকে নিয়ে। শীতল পাটোয়ারি বাড়ির সামনে পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) পেছন থেকে তাদের চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি (১৮) ও সোহাগ (১৭) বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিক্ষুব্ধ স্থানীয়রা ঘটনাস্থলেই চালক মো. ইমরান (২৬) ও তার সহকারী মো. ইকরাম (২৩) কে আটক করে পুলিশে দেয়। দু’জনই ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “চালক ও তার সহযোগীকে কাভার্ড ভ্যানসহ আমরা থানায় আটক করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”