12/13/2025 গুলিবিদ্ধ ওসমান হাদীকে দেখতে ঢামেকে ঢাবি উপাচার্য: হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
odhikarpatra
১২ December ২০২৫ ২১:২১
"অধিকারপত্র ডটকম"
ঢাকা: ১২ ডিসেম্বর ২০২৫, রাত ০৭:৩০
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। গুলিবিদ্ধ ওসমান হাদীর স্বাস্থ্যের খোঁজ নিতে আজ, ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় উপাচার্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।
হাসপাতালে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গুলিবিদ্ধ ওসমান হাদীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্যের কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপাচার্যের সঙ্গে ছিলেন।
উপাচার্যের কঠোর নিন্দা: 'বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়'
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ওসমান হাদীর ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের সমাজ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত দুঃখজনক।"
তিনি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ দফতর হতে