12/16/2025 শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫: জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
odhikarpatra
১৪ December ২০২৫ ১৬:৫৯
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা | শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এ সময় ঘড়ির কাঁটায় সময় ছিল সকাল ৭টা ২২ মিনিট।
পুষ্পস্তবক অর্পণের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। একই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর, যা পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি আহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে, ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীনতার প্রাকমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার এই নৃশংস অপচেষ্টা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এর আগে একই সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন