12/16/2025 অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা-নিহত অন্তত ১১ জন
Special Correspondent
১৪ December ২০২৫ ২৩:৪৭
নিউজ ডেস্ক | অধিকারপত্র
অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাটি সন্ত্রাসী ও ইহুদিবিদ্বেষী (অ্যান্টিসেমিটিক) আক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কার প্রথম দিন উপলক্ষে বন্ডি বিচে শত শত মানুষ সমবেত হয়েছিলেন। ঠিক সেই সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি ছিল এক ভয়াবহ মন্দ কাজ অ্যান্টিসেমিটিজম ও সন্ত্রাসবাদের নগ্ন প্রকাশ। ইহুদি অস্ট্রেলীয়দের ওপর হামলা মানে পুরো অস্ট্রেলিয়ার ওপর হামলা। পুলিশ জানিয়েছে হামলার সঙ্গে জড়িত দুইজন সন্দেহভাজন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর কাছাকাছি একটি গাড়ি থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
হামলার সময় এক সাহসী সাধারণ মানুষ এক বন্দুকধারীকে ঝাঁপিয়ে ধরে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার তাকে একজন প্রকৃত বীর হিসেবে অভিহিত করেছেন। হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হানুক্কা উদযাপনকারীদের উদ্দেশে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। গর্বের সঙ্গে উদযাপন করুন। অন্যদিকে, ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় এই হামলায় গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হওয়ার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার জনগণ ও ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ইসরায়েলি কর্মকর্তারা এই হামলার জন্য অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির অভিযোগ তুলেছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশটির বিভিন্ন উপাসনালয় ও জনসমাগমস্থলে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হামলার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক খতিয়ে দেখছে। দেশজুড়ে শোক ও আতঙ্কের আবহে জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র