12/16/2025 জনসমাগমের মধ্যেই দক্ষিণখানে যুবলীগ নেতা শাহজাহান শেখকে কুপিয়ে হত্যা
odhikarpatra
১৬ December ২০২৫ ০৬:১৫
নঅধিকারপত্র.কম-
দক্ষিণখান, ঢাকা | ১৬ ডিসেম্বর ২০২৫
ঘটনার সারসংক্ষেপ
রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্য জনসমাগমের মধ্যে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহজাহান শেখ (৪৬)। তিনি স্থানীয়ভাবে ‘ডিলার শাহজাহান’ নামে পরিচিত ছিলেন এবং ডিস ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি জমি ও গাড়ি কেনাবেচার ব্যবসাও করতেন তিনি।
রাজনৈতিকভাবে সক্রিয় শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এছাড়া তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৭–৮ জন যুবক তাকে ধাওয়া করে তালতলা মোড়ে এনে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ, যার মাথার একটি অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন,
“ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।”
পুলিশ জানায়, নিহত শাহজাহান শেখ উত্তরা আশকোনা এলাকার বাসিন্দা এবং হাফিজ উদ্দীনের ছেলে।