12/17/2025 কারাগারে মৃত্যুর আশঙ্কা: যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বন্দিদের অনশন সংকটে মানবাধিকার উদ্বেগ
odhikarpatra
১৬ December ২০২৫ ২০:৩৮
অধিকারপত্র ডটকম- আল - জাজিরা
লন্ডন, যুক্তরাজ্য | ১৬ ডিসেম্বর ২০২৫
যুক্তরাজ্যের বিভিন্ন কারাগারে আটক ফিলিস্তিনপন্থী আন্দোলন সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর সঙ্গে সংশ্লিষ্ট আটজন বন্দির অনশন ক্রমেই জীবনসংকটের দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের আইনজীবী ও স্বজনরা। ২৯ জন রিমান্ড বন্দির মধ্যে দুইজন টানা ৪৪ দিন ধরে খাবার গ্রহণ বন্ধ রেখেছেন। এ পর্যন্ত পাঁচজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
অনশনকারীদের অভিযোগ, কারা কর্তৃপক্ষ তাদের চিকিৎসা ও যোগাযোগের বিষয়ে অবহেলা করছে এবং বিচারমন্ত্রী ডেভিড ল্যামি তাদের সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানাচ্ছেন।
২৮ বছর বয়সী কামরান আহমেদের বোন শাহমিনা আলম জানান, তার ভাইয়ের ওজন ১০ কেজির বেশি কমেছে, শরীরে বিপজ্জনক মাত্রার কিটোন পাওয়া গেছে এবং মুখে আলসারের কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
অনশনকারীদের দাবি—তাৎক্ষণিক জামিন, ন্যায্য বিচার নিশ্চিত করা, প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যুক্তরাজ্য কার্যক্রম বন্ধ করা।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
অনশনকারীদের আইনজীবী প্রতিষ্ঠান ইমরান খান অ্যান্ড পার্টনার্স সতর্ক করে বলেছে, “দোষী সাব্যস্ত না হয়েই ব্রিটিশ নাগরিকদের কারাগারে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে একে “মানবাধিকার সংকট” আখ্যা দিয়ে দীর্ঘ প্রাক-বিচার আটকাদেশ ও সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
তবে সংবাদ প্রকাশ পর্যন্ত যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এই অনশনকে ১৯৮১ সালের পর যুক্তরাজ্যের কারাগারে সবচেয়ে বড় সমন্বিত অনশন আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।
আলজাজিরা থেকে।