12/17/2025 তারেক রহমানের প্রত্যাবর্তন: গুলশানে বাসভবন, কার্যালয় ও নির্বাচন পরিচালনার প্রস্তুতি সম্পন্ন
odhikarpatra
১৬ December ২০২৫ ২৩:৪৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে তাঁর জন্য বাসভবন ও আলাদা দলীয় কার্যালয়ের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ফিরোজা ভবনে বসবাস করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে তারেক রহমানের জন্য আলাদা চেম্বারও প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। ওই সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার ঘোষণাও দেওয়া হয়।
তিনি জানান, গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন এই কার্যালয় থেকেই নির্বাচনী কৌশল, সাংগঠনিক প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম চলবে।
বিএনপি সূত্র আরও জানায়, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি ওই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বাসাটির সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর চারতলা ভবনটি বিএনপির নতুন অফিস হিসেবে ব্যবহৃত হবে। ভবনটিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। দোতলায় রয়েছে ব্রিফিং রুম, অন্য তলাগুলোতে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা এবং একটি গবেষণা সেল গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাহাদী আমিন বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশা আল্লাহ বাংলাদেশে ফিরবেন। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ইতিমধ্যে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে মতবিনিময় করেছে।”
২৫ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলেও জানান দলীয় নেতারা।